জাতীয়

সাঈদীর চিকিৎসা বিষয়ে বিএসএমএমইউ’র সংবাদ সম্মেলন স্থগিত

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসার বিষয়ে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়ে আবার তা স্থগিত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

বুধবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিল্টন হলে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে, সকালে বিএসএমএমইউ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, অনিবার্য কারণবশত বিএসএমএমইউ এ সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করেছে।

সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাপারে বিএসএমএমইউ‘র দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।