জাতীয়

বাড্ডায় কাভার্ড ভ‍্যানের চাপায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীর উত্তর বাড্ডায় প্রগতি সরণী রোডে কাভার্ড ভ্যানের চাপায় মুজিবুল হক ভূঁইয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (০২ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম পারভেজ জানান, ডিউটি চলাকালে খবর পেয়ে উত্তর বাড্ডার প্রগতি সরণী ফুটওভার ব্রিজের নিচে বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। আশপাশের লোকদের মুখে জানতে পারি, এই বৃদ্ধ রাস্তা পারাপারের সময় বেপরোয়া কাভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার লালানগর গ্রামে। তার পিতার নাম মৃত শফিউল্লাহ ভূঁইয়া। তিনি ঢাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় চালক আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।