জাতীয়

পরীক্ষায় ফল খারাপ হওয়ায় কিশোরীর আত্মহত্যা

পরীক্ষায় ফল খারাপ হওয়ায় রাজধানীর সিপাহীবাগে রিয়া (১৭) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ওই কিশোরী গলায় ফাঁস দেয়। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রিয়ার চাচা স্বপন মিয়া বলেছেন, আমার ভাতিজি খিলগাঁও গার্লস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষা দেয় সে। পরীক্ষায় সে কয়েকটি বিষয়ে অকৃতকার্য হয়। আজ বিকেলে কাউকে কিছু না বলে নিজঘরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে রিয়া। ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি, ফ্যানের সঙ্গে ঝুলছে সে। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে। রিয়ার বাবার নাম রিপন মিয়া। রিয়া সিপাহীবাগে পরিবারের সঙ্গে থাকত।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেছেন, রিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।