রাজধানীর চকবাজার থানার বকশিবাজার এলাকায় একটি ভবনের ছাদের পানির ট্যাংকি পরিষ্কার করার সময় রায়হান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী শাহাদাত জানান, রায়হান ও পায়েলসহ আমরা তিন জন পানির ট্যাংকি পরিষ্কার করছিলাম। ট্যাংকের ভেতরে সামান্য পানি ছিল। আমি ট্যাংকির বাইরে ছিলাম এবং পায়েল ট্যাংকির ওপরে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সে ট্যাংকির ভেতরে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার ধারণা সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ট্যাংকির ভেতরে আমরা আলাদা মটর লাগিয়ে ট্যাংকির পানি বাইরে ফেলার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যেতে পারে।
রায়হানের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার গুপ দিঘী গ্রামে। সে বাচ্চু মিয়ার ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টির চকবাজার থানাকে জানিয়েছি।