জাতীয়

মিরপুরে প্রজাপতি পরিবহনের বাসে আগুন

বিএনপিসহ বিরোধীদের ডাকা চতুর্থ দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিন রোববার (১২ নভেম্বর) রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, বাহিনীর সদস্যরা বেলা একটা ১০ মিনিটে আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থলে যান একটা ১৩ মিনিটে। আগুন নেভানো হয় সোয়া একটায়। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাহিনীটি আরও জানায়, আগুন নেভানোয় কাজ করে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট।