জাতীয়

পল্টন এলাকা:  পি‌কে‌টিং নেই, বাড়‌ছে যান চলাচল

বিএনপিসহ সমমনা দলগু‌লো ডাকা ৪৮ ঘণ্টার হরতালে কর্মসূচি‌তে রাজধানীর পল্টন এলাকায় সকাল থেকে হরতাল সমর্থক‌দের দেখা যায়‌নি। পি‌কে‌টিং কর‌তেও দেখা যায়‌নি তা‌দের নেতাকর্মী‌দের। এসব এলাকার মো‌ড়ে মো‌ড়ে আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস‌্যরা র‌য়ে‌ছেন সতর্ক অবস্থা‌নে।

সকাল থে‌কে যান চলাচল কম থাক‌লেও বেলা বাড়ার সা‌থে সা‌থে বাড়‌ছে যান চলাচল। আইন শৃঙ্খলাবা‌হিনীর কড়া পাহারায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত এসব এলাকায় তেমন কো‌নো অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি।

সকা‌ল ৯টার দি‌কে স‌রেজ‌মিন প‌রিদর্শ‌নে দেখা গে‌ছে, রাজধানীর পল্টন, কাকরাইল, শা‌ন্তিনগর, মা‌লিবাগ মোড়, রাজারবাগ‌ মোড়, খিলগাঁও, ফ‌কিরাপুল,  নয়াপল্টন, আরামবাগ, ম‌তি‌ঝিল, দৈ‌নিক বাংলাসহ আশেপা‌শের এলাকায় যান চলাচল কর‌ছে। যত বেলা বাড়‌ছে ততই যানবাহ‌নের সংখ‌্যা বাড়‌ছে। তারপরও অন‌্যান‌্যদি‌নের চে‌য়ে যান বাহ‌নের সংখ‌্যা কম।

রাজধানীর পল্টনে পি‌কে‌টিং কর‌তে দেখা যায়‌নি বিএনপি নেতাকর্মী‌দের। ছবি: রাইজিংবিডি

নাশকতার আতঙ্কে গণপ‌রিবহন ও ব‌্যক্তিগত যানবাহ‌ন সংখ‌্যাও ক‌মে গে‌ছে। প‌থে প‌থে যাত্রী থাক‌লেও গণপ‌রিবহনে উঠ‌তে না পে‌রে বে‌শি ভাড়ায় রিকশা, অটোরিকশায় অফিস আদাল‌তে যে‌তে হ‌জে তা‌দের।

ফ‌কিরাপুল বাস স্টেশন ও আরামবা‌গের বাস কাউন্টা‌রে স্বাভাবিক চিত্র নাই। ত‌বে সু‌যোগ বু‌ঝে দূরপাল্লার বা‌স ছাড়‌বে ব‌লে টি‌কিট বেচা‌কেনা হ‌চ্ছে। দুই স্টেশ‌নের বাস কাউন্টারগু‌লোতে ভিড় নেই। দরজা কখনও পু‌রো খোলা কখনও অর্ধেক খোলা রে‌খে কার্যক্রম চালা‌চ্ছেন প‌রিবহন মা‌লিকরা।

ফ‌কিরাপু‌লের ইউনিক কাউন্টা‌রে কর্মরত একজন টি‌কিট বি‌ক্রেতা জানান, সারা‌দি‌নে দু চারটা বাস বি‌ভিন্ন গন্ত‌ব্যে যা‌বে। ভো‌রে ক‌য়েকটা বাস ছে‌ড়ে গে‌ছে চট্টগ্রাম ও সি‌লে‌টে। সু‌যোগ বু‌ঝে সা‌য়েদাবাদ থে‌কে গা‌ড়ি ছাড়‌ছেন তারা। সারা‌দি‌নে পাচ ছয়টা ট্রিপ মার‌তে পা‌রেন ব‌লেও জা‌নি‌য়ে‌ছেন তি‌নি।

এদিকে, হরতা‌লে নাশকতা‌ রো‌ধে পল্টন‌ মোড়, নয়াপল্টন বিএন‌পি অফিসসহ আশেপা‌শে ও বি‌ভিন্ন স্থাপনায় অতি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। পু‌লি‌শের পাশাপা‌শি টহল দি‌চ্ছেন র‌্যা‌ব সদস‌্যরা। পি‌কে‌টিং এর না‌মে হরতা‌লে যা‌তে কো‌নো ধর‌নের নাশকতা কর‌তে না পা‌রে স‌র্বোচ্চ সতর্ক র‌য়ে‌ছে আইনশৃঙ্খলাবা‌হিনীর সদস‌্যরা।

পাঁচ দফা অবরোধের পর জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে রোববার শুরু হয়ে‌ছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল। 

রোববার ফকিরাপুল বাসস্ট্যান্ডের চিত্র। ছবি: রাইজিংবিডি

আজ সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল চলবে। শান্তিপূর্ণ হরতালের এই কর্মসূচিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে বিএনপি। সমমনা একাধিক দল ও জোটের পাশাপাশি জামায়াতে ইসলামীও হরতাল দিয়েছে।