জাতীয়

ফুটপাত দখলমুক্ত করতে কমিটি গঠন

ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।  এ জন্য ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। 

ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ২৩তম করপোরেশন সভায় সিদ্ধান্ত মোতাবেক ডিএনসিসি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং ফুটপাত হকারমুক্ত করার জন্যই এই কমিটি গঠন করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এই কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

১১ সদস্যের গঠিত কমিটির আহ্বায়ক ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ডিএনসিসির সচিবকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া, কমিটির বাকি সদস্যরা হলেন- ডিএনসিসির ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসহাক মিয়া, সংরক্ষিত ওয়ার্ডের ২ জন নারী কাউন্সিলর, ডিএমপি (ক্রাইম) বিভাগের ২ জন সদস্য, ডিএমপি (ট্রাফিক) বিভাগের ২ জন সদস্য, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল)।