ঐতিহ্যবাহী জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার পিঠা উৎসব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার কাওরান বাজারে সংগঠনের অফিসে আয়োজিত অনুষ্ঠানে চিতই, পাটিসাপটা, নকশি, নারকেল পিঠা, রসচিতই, তাল পিঠাসহ নানা ধরনের পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব।
পৌষের কনকনে শীত উপেক্ষা করে পিঠা উৎসবে যোগ দেন ঢাকায় বসবাসরত সিলেটবাসীরা ছাড়াও সাবেক ও বর্তমান মন্ত্রী, সংসদ সদস্য, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, গণমাধ্যম নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষেরা।
এছাড়া জালালাবাদ অ্যাসোসিয়েশন শাখা সংগঠন যথাক্রমে, ইউকে জালালাবাদ অ্যাসোসিয়েশন, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত ও বাহরাইন শাখার নেতারা পিঠা উৎসবে যোগ দেন।
পিঠা উৎসব শেষে জালালাবাদ অ্যাসোসিয়েশন বিদেশ শাখা কমিটির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির নেতাদের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সভাপতি নাসের উদ্দিন মিটু।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী মিন্টুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সি এম কয়েস সামি।
আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা খানম চৌধুরী মনি, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ জুবেদ, ইউকে জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী জিল্লু, সহ-সভাপতি দেলোয়ার হুসেন, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী মজনু, সদস্য মোহাম্মদ জেইন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার আজীবন সদস্য, সাংবাদিক আনহার সমশাদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের সভাপতি মোহাম্মদ কায়েছ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতারা।
জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার কেন্দ্রীয় সভাপতি সি এম কয়েস সামি অনুষ্ঠানে যোগ দেওয়া নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ঐতিহ্যবাহী জালালাবাদ অ্যাসোসিয়েশন একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজক, স্বেচ্ছাসেবী, সামাজিক, গণতান্ত্রিক এবং জনকল্যাণমুখী সংগঠন।
জালালাবাদ অ্যাসোসিয়েশন বিদেশ শাখাগুলো জনকল্যাণে ভালো কাজ করে যাচ্ছে উল্লেখ করে সি এম কয়েস সামি বলেন, প্রবাসী সংগঠকরা শত কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও তারা দেশের কথা ভাবেন এবং সামাজিক দায়বদ্ধতা থেকে কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন।
আগামীতে জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা অনেক সেবামূলক কাজ করতে যাচ্ছে, এতে বিদেশ শাখা সংগঠনগুলোও তাদের সাথে সমন্বয় করে কাজ করবে বলে আশা প্রকাশ করেন ঢাকা কেন্দ্রীয় সভাপতি সি এম কয়েস সামি।