জাতীয়

সংসদের প্রথম অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

সোমবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদে সোমবার প্রথম সভায় মিলিত হন মন্ত্রিসভার সদস্যরা। সভা শেষে বিকেলে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের বৈঠকে একটি এজেন্ডা ছিল। সেটা হচ্ছে, সামনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। প্রথম অধিবেশনে অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। নিয়ম অনুযায়ী সেই ভাষণ মন্ত্রিসভায় অনুমোদিত হয়। আজকে সে অনুমোদন দেওয়া হয়েছে।