জাতীয়

ঝালকাঠি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদ ও সম্পাদক ছবুর

ঝালকাঠি আফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার এবং সাধারণ সম্পাদক পদে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুর নির্বাচিত হয়েছেন। 

শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর মগবাজারে ওয়াকফ মিলনায়তনে ঝালকাঠি জেলায় জন্ম নেওয়া বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ঝালকাঠি অফিসার্স অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করে এবং প্রথম কমিটি গঠিত হয়। সভায় দুই বছর মেয়াদী ২৫ সদস্য বিশিষ্ট্য কমিটিতে উপ-কর কমিশনার আল আমিনকে কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়েছে।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল, যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমান, সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশিদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।