জাতীয়

ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তরের ভাইস মিনিস্টার সুন হাইয়া চার দিনের সফরে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকায় আসছেন। 

সুন হাইয়া ঢাকা সফরকালে বুধবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

মালদ্বীপে তিন দিনের সফর শেষে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ভাইস মিনিস্টার বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসবেন।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, আমি আজ ঢাকায় এসেছি। বিস্তারিত বলতে পারছি না। তবে ভাইস প্রেসিডেন্ট ঢাকায় আসার বিষয়টি স্বাভাবিক। আমাদের সঙ্গে সবারই সম্পর্ক ভালো।

ঢাকা সফরকালে চীনা ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।