সংসদে দেশের সব ইমাম-মুয়াজ্জিন ও খতিবের জন্য সম্মানজনক বেতন-ভাতার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ৭১ বিধিতে এ বিষয়ে ধর্মমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।
মহিউদ্দিন মহারাজ বলেন, দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কাছে মসজিদ একটি পবিত্র স্থান। ইমাম-মুয়াজ্জিন ও খতিবগণ অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পাত্র। তারা শুধু জীবিকার তাগিদেই দায়িত্ব পালন করেন না, এটাকে দ্বীন ইসলামের পবিত্র দায়িত্ব মনে করেন। আলেমদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ দেশের প্রায় তিন লক্ষাধিক মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খতিবের মতে সম্মানজনক পেশার সঙ্গে সম্পৃক্ত। কিন্তু সরকারিভাবে তাদের কোনও সম্মানী বা বেতন না থাকায় স্থানীয়ভাবে সংগৃহীত সামান্য সুযোগ-সুবিধা নিয়ে তাদের জীবনধারণ করতে হচ্ছে। এতে তারা প্রতিনিয়ত অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তিনি বলেন, দেশে জীবনযাত্রার মান বৃদ্ধির সাথে সাথে ব্যাপক হারে বেড়েছে দ্রব্যমূল্য। জীবনযাত্রার ব্যয় বাড়লেও সরকারিভাবে তাদের জন্য কোনও বেতর-ভাতা ও সম্মানীর ব্যবস্থা নেই। স্থানীয়ভাবে দেওয়া সম্মানীর পরিমাণও একেবারে সামান্য।
পিরোজপুর-২ আসনের এই এমপি বলেন, দেশের বেশিরভাগ মসজিদ পরিচালনার জন্য কোনও সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় অনেক ক্ষেত্রেই পরিচালিত হচ্ছে কমিটির খেয়াল-খুশি মত। আমাদের দেশের বেশিরভাগ কমিটি মসজিদের অবকাঠামোগত উন্নয়নকে যতটা গুরুত্ব দেয়, ইমাম-মুয়াজ্জিনের বেতনের বিষয়ে ঠিক ততটাই উদাসীন। এমন বাস্তবতায় দেশের সব ইমাম-মুয়াজ্জিন ও খতিবকে সম্মানজনক সম্মানী দেওয়ার সুব্যবস্থা গ্রহণের জন্য ধর্মবিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।