রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় পড়ে মোহাম্মদ রাকিবুল হাসান নাসির নামে ৫০ বছর বয়সী এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। তিনি বনফুল পরিবহনের কাউন্টার ম্যানেজার ছিলেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে দুই বাসের চাপায় পড়ে গুরুতর আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় নাসিরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরের সহকর্মী মো. সুমন মিয়া বলেন, যাত্রাবাড়ীর নড়াইল কাউন্টারের সামনে দাঁড়ানো অবস্থায় সেতু ডিলাক্স পরিবহন ও বনফুল পরিবহনের দুই বাসে মাঝে পড়ে আহত হন নাসির। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুমন মিয়া জানান, নাসিরের গ্রামের বাড়ি বরিশালে। তিনি রাজধানীর শনির আখড়ায় ভাড়া বাসায় থাকতেন। তার দুই ছেলে সন্তান ও স্ত্রী আছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেছেন, নাসিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।