‘ওয়ার্ল্ড পোয়েট্রি এন্থোলজি’তে একঝাঁক বাঙালি কবি স্থান পেলেন। এটি সম্পাদনা করেছেন হোমার মেডেল বিজয়ী কবি হাসানআল আব্দুল্লাহ। এটি নিউইয়র্ক থেকে প্রকাশ করেছে ডার্কলাইট পাবলিশিং হাউজ।
আগামী ১৬ মার্চ এই ‘ওয়ার্ল্ড পোয়েট্রি এন্থোলজি’র প্রকাশনা উৎসব। ওইদিন ওয়েস্টবেথ কমিউনিটি সেন্টার, গ্রীনিজ ভিলেজে এই উৎসব হবে। এটি আয়োজন করেছে কবি ও প্রকাশক রবার্টো মেনডোজা আয়েলা।
উল্লেখ্য, এই কবিতা সংকলনে ৬৯ দেশের ২২৯ জন কবি স্থান পেয়েছেন। সবগুলো কবিতাই ‘শব্দগুচ্ছ’ আন্তর্জাতিক কবিতা পত্রিকায় গত ২৫ বছরে প্রকাশ পেয়েছে। আছেন নোবেল বিজয়ী, পুলিৎজার বিজয়ী, গোল্ডেন রিথ বিজয়ী, ও হোমার মেডেল বিজয়ী কবিসহ বিশ্বের নানা দেশের খ্যাতিমান কবি।