বেইলী রোডের ভবনে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরীকে। এই কমিটির তদন্ত প্রতিবেদনে বেইলী রোড অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি আরও জানিয়েছেন, তদন্ত কমিটির সদস্যরা সরেজমিন পরিদর্শন করে ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলী রোডের ওই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভেতরে অনেক মানুষ আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই আগুনে সর্বশেষ ৪৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।