জাতীয়

ডেমরায় আগুনে পুড়ল ১৪ বাস

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় গ্যারেজে লাগা আগুনে লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে গেছে। এ ঘটনায় গ্যারেজের নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে আগুন লাগার কারণ জানা যাবে।

এর আগে, সোমবার রাত ৮টা ৫০ মিনিটে তালাবন্ধ ওই গ্যারেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।