জাতীয়

পোশাকের দোকান ফাঁকা, ভিড় বেড়েছে জুতার দোকানে

ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। তবে শেষ সময়ে এসে রাজধানীর পোশাকের দোকানের ভিড়টা কমে এসেছে। বলা চলে অনেকটা ফাঁকা। তবে, পোশাকের সাথে ম্যাচিং করে সাজসজ্জার জিনিস কিনতে ব্যস্ত সময় পার করছেন অনেকে। ভিড় লক্ষ্য করা গেছে জুতার দোকানেও। অনেককে বাহারি রকমের ব্যাগ কিনতে দেখা গেছে।

রোববার (৭ এপ্রিল) রাজধানী সুপার মার্কেট, যাত্রাবাড়ীর তাজ সুপার মার্কেট, শনিরআখড়ার মার্কেটগুলোতে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, শেষ সময়ে এসে কাপড়ের দোকানের ক্রেতার দেখা মিলছে খুব কম। অনেক দোকানিকে কাজ না থাকায় বসে থাকতে দেখা গেছে। তবে বিভিন্ন অর্নামেন্টেসের দোকানে তরুণীরা ভিড় করছেন। ড্রেসের সাথে ম্যাচিং করে কিনছেন গহনা। 

শনিরআখড়ায় অর্নামেন্টস কিনতে আসা ফারিয়া জামান জানান, ঈদের ড্রেস আগেই কেনা হয়ে গেছে। মায়ের সঙ্গে এসেছেন সাজসজ্জার জিনিসপত্র কিনতে। 

শেষ সময়ে কাঙ্ক্ষিত ক্রেতার দেখা না পেয়ে হতাশ কাপড়ের দোকান মালিকেরা। তাজ সুপার মার্কেটের নুরহা ক্লথ স্টোরের মালিক মাসুদ আলম বলেন, অন্য বারের তুলনায় এবার ঈদে বেচাকেনা কম। কাস্টমার নেই তেমন। আজ তো আরও কম। সামনের দিনগুলোতে কী হয় আল্লাহ জানেন। তার মতে, কাপড়ের দাম বৃদ্ধির কারণে কমেছে ক্রেতার দেখা।

তবে, একটু ভিন্ন চিত্র দেখা গেছে শোরুমগুলোতে। এখনও ক্রেতারা চাচ্ছেন কেনাকাটা করতে। যাত্রাবাড়ী ইজি ফ্যাশন শাখার সোহাগ বলেন, ঈদ তো প্রায় চলেই এসেছে। শেষ সময়ে বিক্রি কিছুটা বাড়ছে। ঈদের আগের দিন পর্যন্ত এভাবে চলবে, এমন আশা করছি।

মার্কেটের জুতার দোকানগুলোতে ক্রেতার ভিড় দেখা গেছে। কেউ এসেছেন বাবার হাত ধরে, কেউ এসেছেন মায়ের সাথে। আবার অনেকে পুরো পরিবার নিয়ে এসেছেন। পছন্দের জুতা কিনছেন তারা। 

ফারহান সুজের জিহাদ বলেন, ঈদের তো আর বেশি দিন বাকি নেই। শেষ সময়ে এসে বিক্রি বেড়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের বিক্রি কমই।