জাতীয়

ভাসানটেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

রাজধানীর ভাসানটেকের নতুন বাজার কালভার্ট রোডের একটি বাসায় সিলিন্ডার লিকেজের কারণে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে নারী-শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে ভাসানটেক কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—মেহেরুন্নেসা (৬৫), ৪৭ শতাংশ দগ্ধ; সূর্যবানু (৩০), ৮২ শতাংশ দগ্ধ; লিজা আক্তার (১৮), ৩০ শতাংশ দগ্ধ; লামিয়া (৭), ৫৫ শতাংশ দগ্ধ; সুজন (৮), ৪৩ শতাংশ দগ্ধ এবং মোহাম্মদ লিটন (৫২), ৬৭ শতাংশ দগ্ধ।

দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন ওই বাড়ির তত্ত্বাবধায়ক মোহাম্মদ সিফাত হোসেন। তিনি বলেন, ফার্নিচার ব্যবসায়ী লিটন মিয়া পরিবার নিয়ে বাসার নিচতলায় বসবাস করেন। শুক্রবার ভোর ৪টার দিকে মশার কয়েল ধরাতে গিয়ে গ্যাস সিলিন্ডার লিকেজের ফলে জমে থাকা গ‍্যাসে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। তাদেরকে ভোর ৫টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে মিরপুরের ভাসানটেক থেকে ছয়জন দগ্ধ পেশেন্ট এখানে এসেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। শ্বাসনালী পুড়ে গেছে। তাদেরকে বার্ন ইউনিটে অবজারভেশনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।