জাতীয়

সদরঘাটে দুর্ঘটনা: ৫ জনের মরদেহ নিয়ে গেলেন স্বজনরা

ঢাকার সদরঘাট টার্মিনালে লঞ্চ দুর্ঘটনায় নিহত পাঁচজনের মরদেহ তাদের পরিবারের কাছে শুক্রবার (১২ এপ্রিল) হস্তান্তর করা হয়েছে। 

সদরঘাট নৌ পুলিশ থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী বলেছেন, এমভি ফারহান-৬ ও তাসরিফ-৪ লঞ্চের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেছে বিআইডব্লিউটিএ। ইতোমধ্যে ওই দুই লঞ্চের পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার( ১১ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে সদরঘাটে পন্টুনে বেঁধে রাখা লঞ্চে আরেক লঞ্চের ধাক্কায় রশি ছিঁড়ে নিচে পড়ে ৫ জন নিহত হন। তারা হলেন— পিরোজপুর মঠবাড়িয়ার বেলাল হোসেন, তার স্ত্রী মুক্তা এবং তাদের চার বছর বয়সী মেয়ে মাইশা। বাকি দুজনের মরদেহ বৃহস্পতিবার রাতে শনাক্ত করেন স্বজনরা।