সারা দেশের আইন শিক্ষার্থীদের সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে মো. ইমাম মেহেদী হাসান সভাপতি ও ফাইজুল ইসলাম সোহম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভার সিদ্ধান্তে বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি কাজী মামুনুর রহমান (মাহিম) এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সানজিদা জাহান ২৫ সদস্য বিশিষ্ট ওই আংশিক নতুন কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যরা হলেন—সহ-সভাপতি সৌরভ গাঙ্গুঁলী, রেজোওয়ান আহমেদ, সান্তনা আক্তার মিমি, উৎসব রায় ও ফাহিম শাহরিয়ার; যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ, মম সাহা, সোহানা নুর জান্নাত, নাহিদ বিন হাফিজ, রাকিব মাহমুদ, রায়হানুল ইসলাম সামী, মোহাইমিনুল ইসলাম সীমান্ত ও কিবরিয়া; সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ, আবির আল আরাফাত, মুহজাহিদ ইসলাম আবির, তাসলিমা ফারজানা, হৃদয় মহন্ত, আলিফ আল শাকিল, ইমতিয়াজ ইমন ও সালেহিন মাহমুদ সাদ; প্রচার সম্পাদক মো. নুর সিয়াম তূর্য, দপ্তর সম্পাদক তামিম আল তাসরিফ প্রিয়ন্ত।