জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে দুজনের মৃত্যু

রাজধানীর পৃথক এলাকায় শুক্রবার (৩ মে) ভবন থেকে পড়ে এক বৃদ্ধ ও এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর ৫টার দিকে হাজারীবাগের একটি ভবনে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় পড়ে গিয়ে নিরাপত্তাকর্মী মোহাম্মদ ইব্রাহিম মিয়া (৬০) গুরুতর আহত হন। ওই ভবনের আরেক নিরাপত্তাকর্মী তাকে সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ইব্রাহিম মিয়াকে হাসপাতালে নিয়ে আসা রবিউল ইসলাম বলেন, আমরা দুজনেই নিরাপত্তাকর্মী হিসেবে একই ভবনে কাজ করতাম। আজ ভোরে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় ইব্রাহিম মিয়ার মাথা চক্কর দিলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিউল ইসলাম জানান, ইব্রাহিম মিয়ার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্যামাপুর গ্রামে। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, ইব্রাহিম মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

অপরদিকে, শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর গোরানে চার তলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ পারভেজ (৩৩) নামের এক যুবক গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মারা যান তিনি।

পারভেজের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমার ছেলে পাঠাও চালক ছিল। আজ সকালে চারতলার ছাদে একটি জিআই পাইপ ওঠানোর সময় ওই পাইপসহ সে নিচে পড়ে যায়। আমরা ওকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় সে।

তিনি আরও বলেন, গত দুই বছর আগে পারভেজের মা মারা যান। এর পর থেকে আমরা বাপ-ছেলে এই বাসায় বসবাস করছিলাম। এখন সেও চলে গেলো। আমার আর কিছুই রইল না। আমি ছেলের ওপর নির্ভর করে চলতাম। আমাদের বাড়ি নোয়াখালী সদরে।

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানিয়েছেন, পারভেজের মরদেহ ময়নাতদন্তে জন‍্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।