জাতীয়

উপকূলীয় এলাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের কারণে উপকূলে নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৫ মে) বিকেলে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এতে বলা হয়, উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার (২৬ মে) সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সেই প্রেক্ষিতে জানমালের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সকল ধরনের নৌযানসমূহকে আবহাওয়া সংকেত ও এ বিষয়ে বিআইডব্লিউটিএ কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুসরণ এবং সার্বক্ষণিক আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হলো।

এ ছাড়া, সাবধানতার সঙ্গে নৌযান চলাচল বন্ধ করা বা নিরাপদ আশ্রয়ে রাখার নির্দেশ প্রদান করা হলো।