জাতীয়

বেন‌জী‌র দেশে নাকি বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দেশে নাকি বিদেশে সে বিষয়ে সুনিদিষ্ট কোনো তথ্য নেই। তবে অপরাধ করলে বিচার হবে। একই সঙ্গে বেনজীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী কখনো নেবে না। 

শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি বলেন, তার (বেন‌জীর) বিরুদ্ধে এখনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তার আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে শুনেছি। যদিও তার যাওয়ার ব্যাপারে আমি জানি না। বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলবো।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্ত ভারত করবে। তারা চাইলে আমরা এ দেশ থেকে সহযোগিতা করবো। এ হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড পলাতক আখতারুজ্জামান শাহীন। তাকে ভারত ফিরিয়ে আনবে। এরপরই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে আমাদের দেশে অপহরণ মামলার তদন্তেও তাকে জিজ্ঞাসাবাদ করবো।