জাতীয়

সৌদি আরবে ঈদ ১৬ জুন, বাংলাদেশে কবে জানা যাবে আজ 

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (৬ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে শুক্রবার (৭ জুন) দেশটিতে জিলহজ মাস শুরু হচ্ছে এবং আগামী ১৬ জুন, সোমবার (১০ জিলহজ) সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় গালফ নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি আরবে বৃহস্পতিবার একাদশ মাস জিলকদের ২৯তম দিন ছিল। হিজরি সনের হিসাব অনুযায়ী, হিজরি ক্যালেন্ডারে জিলকদ সবশেষ মাস। এটি মুসলমানদের পবিত্র হজের মাস। এ মাসের ৯ তারিখে আরাফাতের ময়দানে হজের খুতবা দেওয়া হয়। এবার আরাফাতের দিন রোববার (৯ জিলহজ) হবে।

এদিকে, পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ওমান। দেশটিতে আগামী ১৭ জুন ঈদুল আজহা পালিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় এমইআরএ। সংবাদমাধ্যম মাস্কাট ডেইলির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

বাংলাদেশে কবে জানা যাবে আজ  ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ শুক্রবার (৭ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। তাতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান।