বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে নিজেদের শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শনিবার (৮ জুন) সকালে এক অভিনন্দন বার্তায় ডিএনসিসি মেয়র এ শুভেচ্ছা জানান।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ম্যাচে টাইগারদের দুর্দান্ত জয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
মেয়র বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের শুভ সূচনা হলো। এটা টাইগারদের দারুণ অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণা, উৎসাহ ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।
অভিনন্দন বার্তায় চলমান বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।