জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানের শ্রদ্ধা

বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন দায়িত্বভার গ্রহণের পর বুধবার (১২ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় বিমানবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট জাতির পিতার উদ্দেশে গার্ড অব অনার প্রদান করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর বিমানবাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁন ও বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী সালেহা খান বঙ্গবন্ধুর সমাধিবেদির সামনে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। এর পর তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ১১ জুন এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।