জাতীয়

ঢাকা দক্ষিণ সিটিতে দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ

ঈদের দ্বিতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ৭৫টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ জুন) রাত পৌনে ১০টায় ৩ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া সব পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ড থেকে দ্বিতীয় দিনের কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সবার সহযোগিতায় মঙ্গলবার রাত ৯টা ৪৫মিনিটে এটা করা সম্ভব হয়েছে।