জাতীয়

মোহাম্মদপুর বেড়িবাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ অঞ্চলে সিটি করপোরেশনের খাস জমিতে গড়ে তোলা দোকান, রেস্টুরেন্ট, কাঠের মিলসহ কিছু অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে এসব স্থাপনা উচ্ছেদের পর বিকেলে উন্মুক্ত নিলামে ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। ছয় জন এই নিলামে অংশ নেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ বলেন, সিটি করপোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই অভিযান। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই অভিযান নয়। মহানগরীর খাল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ধারাবাহিকতায় এই অভিযান চালাচ্ছে ডিএনসিসি।