ব্রুনাই দারুসসালামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনাকে গ্রিসে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই পদে রাষ্ট্রদূত আশুদ আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পেশাদার কূটনীতিক নাহিদা রহমান সুমনা ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা উইংয়ের মহাপরিচালক, সেবা ও কল্যাণ বিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
নাহিদা রহমান সুমনা ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস চার্জ ডি অ্যাফেয়ার্স, কানাডায় ভারপ্রাপ্ত হাইকমিশনার ও কাউন্সিলর, কলকাতা ডেপুটি হাইকমিশনে কাউন্সিলর ও ক্যানবেরায় প্রথম সচিবের দায়িত্ব পালন করেছেন।
নাহিদা রহমান সুমনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর এবং জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পানি আইনে ফেলোশিপ অর্জন করেন।