জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু 

রাজধানীর ডেমরার আমুলিয়ায় একটি কারখানায় মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল মিয়া (৪৫) নামের এক মিস্ত্রি মারা গেছেন।

শনিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন দুলাল মিয়া। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

দুলাল মিয়াকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা ওই কারখানার মালিক আবু বক্কর সিদ্দিক বলেন, আমুলিয়ায় ‘আব্দুল হাই ট্রেডার্স’ নামে আমার একটা ভুসির ফ্যাক্টরি আছে। ওই ফ্যাক্টরিতে দুলাল অনেক দিন ধরে কাজ করতেন। শনিবার দুপুরে তিনি গ্রাইন্ডিং মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। আমরা দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দুলাল মিয়ার বাড়ি নোয়াখালীর রামগতি থানা এলাকায়। তিনি আমার ফ‍্যাক্টরিতেই থাকতেন। 

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেছেন, ময়নাতদন্তের জন্য দুলাল মিয়ার মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।