জাতীয়

ঢাকায় নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, দেড় লাখ টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আদাবর এলাকায় মশক নিধন অভিযানের সময় তিনটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে ডিএনসিসি অঞ্চল-৫ এর আওতাধীন ৩০ নম্বর ওয়ার্ডের আওতাধীন আদাবর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম মশক নিধন অভিযান পরিচালনা করেন। 

অভিযানকালে তিনটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় তিনটি মামলায় মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

এ ছাড়াও ডিএনসিসি অঞ্চল-২ এর আওতাধীন মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান অভিযান চালিয়ে তিনটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ১১ হাজার টাকা জরিমানা করে।