জাতীয়

খিলগাঁওয়ে রেস্তোরাঁয় আগুন, দগ্ধ ২ 

রাজধানীর খিলগাঁও একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে দুজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

রোববার (১৪ জুলাই) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শনিবার রাত ৯টার পর রেস্তোরাঁর রান্নাঘরে আগুন লাগে। আগুন নিভাতে গিয়ে দুজন দগ্ধ হন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।