জাতীয়

কোটা আন্দোলনে সহিংসতায় হতাহতদের জন্য দোয়া

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়েছে। 

শুক্রবার (২৬ জুলাই) জুমার নামাজ শেষে সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মসজিদে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। 

সঙ্কট কাটিয়ে ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। ভবিষ্যতে যাতে দেশ এমন পরিস্থিতির মুখোমুখি না হয়, সে কামনা করেন তারা।

আগামী রোববার (২৮ জুলাই) দেশের সব মন্দির, প্যাগোডা ও গির্জায় সুবিধামতো সময়ে একইভাবে প্রার্থনা করা হবে।