জাতীয়

কণ্ঠশিল্পী জুয়েলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক  

বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েলের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (৩০ জুলাই) এক শোক বার্তায় শেখ হাসিনা বলেছেন, জুয়েলের মতো প্রতিভাবান শিল্পীর মৃত্যুতে সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হলো। 

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসান আবিদুর রেজা জুয়েল।