বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত প্রত্যয় স্কিম বাতিল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।
এ সময় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আটক হওয়া সাধারণ ছাত্রদের মুক্ত করার নির্দেশ দেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে প্রত্যয় স্কিম চালুর ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন।
এবছরে জুনের মাঝামাঝি সময়ে সরকারের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় -এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়।
এর প্রতিবাদে গত ১ জুলাই থেকে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের দাবি ছিল, সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্তি বাতিল করা।
জুনের মধ্যে শিক্ষকদের এ দাবি না মানায় গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যান তারা। বন্ধ হয়ে যায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের ক্লাস পরীক্ষা।