শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলনে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম। নেই চিরচেনা গাড়ির জটলা।
দর্শনার্থীদের পাস বন্ধ। গাড়িও অন্যান্য দিনের তুলনায় কম দেখা গেছে। সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (৪ আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ভোর থেকে বাস চলাচল প্রায় বন্ধ। তবে সরকারি কর্মচারীদের বহন করা সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের বাসগুলো সকালে কর্মচারীদের নিয়ে এসেছে।
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, যারা নিজেদের ব্যবস্থাপনায় অফিসে আসেন এবং ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তারা অনেকেই অফিসে আসেননি। কেউ কেউ দেরি করে অফিসে এসেছেন।
বেশিরভাগ মন্ত্রী ও প্রতিমন্ত্রী সচিবালয়ে আসেননি। তাদের দপ্তরও ফাঁকা।
শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সচিবালয়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা, সচিবালয়ে প্রবেশ এবং বের হওয়ার জন্য এক নম্বর গেট ছাড়া বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঝুঁকি নিয়ে অফিসে এসেছি। অফিস শেষে কীভাবে বাসায় যাবো সেই টেনশনে আছি। বেশি ভাড়া দিয়ে আজকে সচিবালয় আসতে হয়েছে।