বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগ মোড় দখলে নিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (৫ আগস্ট) দুপুর ১টার পর থেকে শাহবাগের উদ্দেশ্য আসতে থাকে আন্দোলনকারীরা। এ সময় বিক্ষিপ্তভাবে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হয়।
টঙ্গী থেকে হাজার হাজার মানুষ আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে, কারফিউ ভেঙে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহবাগের দিকে যাচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যম মানুষের এই পদযাত্রা সরাসরি সম্প্রচার করছে।
জানা গেছে, রামপুরা, কাকরাইল ও বেইলি রোডের দিক থেকে আন্দোলনকারী শাহবাগের দিকে যাচ্ছেন। তবে শাহবাগ এলাকায় আইনশৃংখ্যলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (২টা ৫০ মিনিট) রাজধানীর উত্তরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা সড়কে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা শাহবাগের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।