জাতীয়

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সোমবার (৫ আগস্ট) রাত ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান।

সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার জন্য আমাদের সবার সঙ্গে বসতে হবে। আমরা সব সমন্বয়ক কমিটির সঙ্গে আলোচনা করব। নাগরিক সমাজ, রাজনৈতিক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব। রাষ্ট্রের সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করব। তবে, নির্দিষ্ট কাদের সঙ্গে বসব, তা আমরা পরবর্তীতে জানিয়ে দেব। তবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ রূপরেখা দেওয়া হবে।

‘শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলে হবে না। আমাদের আন্দোলনে যাদের হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার করতে হবে। আমরা তাকে (শেখ হাসিনা) বিচারের আওতায় আনবো। 

নাহিদ ইসলাম আরও বলেন, যেই রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে ফ্যাসিজম তৈরি হয়, সেটি বিলুপ্ত করতে হবে। আমাদের প্রথম ধাপ ছিল, স্বৈরাচারী শেখ হাসিনার পতন। সেটি পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেলে হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। যারা অভ্যুত্থানে নিহত হয়েছেন, তাদের জাতীয় বীর ঘোষণা করছি। আমরা কোনও সরকারকে গ্রহণ করবো না। সেনাপ্রধান জরুরি অবস্থা জারি করে সরকার গঠন করলে, আমরা সেটি গ্রহণ করব না।

‘পরাজিত শক্তি সংখ্যালঘুদের ওপর হামলা করে সুনাম নষ্টের চেষ্টা করবে’

সমন্বয়কেরা বলেছেন, পরাজিত শক্তি সংখ্যালঘুদের ওপর হামলা করে সুনাম নষ্টের চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকাতে হবে। 

তীব্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর কোটিকোটি ছাত্রজনতা দেশের বিভিন্ন স্থানে আনন্দ উদযাপন করেন। এখনও সারা দেশে আনন্দ উদযাপন করছেন তারা। আনন্দ উদযাপন করতে গিয়ে কেউ যাতে সীমা অতিক্রম না করে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়করা।

সমন্বয়কেরা বলেন, খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন পরাজিত শক্তি সংখ্যালঘুদের ঘরবাড়ি ও স্থাপনায় হামলা করে দেশের সুনাম খুণ্ণ করার চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সমন্বয়ক নাহিদ বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধতা নষ্টের সব ধরনের প্রচেষ্টা নষ্ট করে দিতে হবে। তিনি বলেন, এখানে সাম্প্রদায়িক উসকানি দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে আমাদের দেশের এবং আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে। এ ধরনের সব চেষ্টা ব্যর্থ করে দিতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

এক প্রশ্নে নাহিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের জনগণ মাঠে নেমে এসেছে। আজ স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে। তিনি আরও বলেন, নতুন সরকারে যদি শেখ হাসিনা সমর্থিত কেউ বসেন, তাহলে দেশের জনগণ মেনে নেবে না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউই মেনে নেবে না।

সমন্বয়কেরা বলেন, সাংবাদিকেরা আমাদের ভাই। তারা আমাদের সংবাদগুলো প্রকাশ ও প্রচার করছেন বলেই আমাদের আন্দোলন সফলতার পর্যায়ে পৌঁছেছে। আমরা সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানাই। একইসঙ্গে আমাদের যেসব ভাই পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্বিচার গুলিতে নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারাই আমাদের আন্দোলনের অগ্রণী সৈনিক ও অনুপ্রেরণা। আমরা তাদের কখনওই ভুলব না।

গণমাধ্যম প্রশ্নে অপর এক সমন্বয়ক বলেন, আপনাদের মাধ্যমেই আমাদের দাবি বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা সব সময় গণমাধ্যমের প্রতি সহযোগী ছিলাম। আমরা বিশ্বাস করি, আমরা রাজপথে আন্দোলন করেছি, আপনারা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। আপনাদের নিরাপত্তা নিশ্চিতে পুরো দেশবাসীকে আহ্বান জানাবো। যারা আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে আপনাদের ওপর হামলা করেছে, তাদেরকে প্রতিহত করার আহ্বান থাকবে।