জাতীয়

দেশবাসীর উদ্দেশে জামায়াতের আমিরের আহ্বান

শেখ হাসিনার পদত্যাগের পর চলমান পরিস্থিতিতে একটি মহল ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও সহায়-সম্পত্তির ওপর হামলা করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি পাহারাদারের ভূমিকা পালনের জন্য দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

সোমবার (৫ আগস্ট) রাতে এক বিবৃতিতে জামায়াতের আমির বলেছেন, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। খুব স্বল্প সময়ের মধ্যে রাষ্ট্র পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। বিশেষ করে, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও সহায়-সম্পত্তির ওপর হামলা করে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসীকে এই ধরনের কোনো পরিস্থিতি কেউ যাতে তৈরি করতে না পারে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের হামলা করতে না পারে, সে উদ্দেশ্যে পাহারাদারের ভূমিকা পালন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।