অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনা সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী।
সেনাপ্রধান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হতে পারে ১৫ জন। এ সরকারের শপথ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় হতে পারে।
তিনি আশা প্রকাশ করে বলেছেন, তিন-চার দিনের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
সেনাপ্রধান বলেছেন, পুলিশ বাহিনীর অনুপস্থিতিতে যারা নাশকতায় জড়িয়েছে, তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করব।