জাতীয়

শপথ অনুষ্ঠান শুরু

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান শুরু হয়েছে। উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ১২ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

শপথ অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের নেতারা। আছেন সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকেরা। তবে, আওয়ামী লীগের নেতা বা আওয়ামীপন্থি পেশাজীবী কোনো নেতাকে দেখা যাচ্ছে না।