জাতীয়

বিজ্ঞাপন-প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ

বিজ্ঞাপন বা প্রচারণায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে তথ্য বিবরণীতে বলা হয়েছে, পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।