‘কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ’ বিষয়ে জারিকৃত ধর্ম মন্ত্রণালয়ের পত্র বাতিল করা হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সেটি বাতিল করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে সমালোচনার ঝড় উঠলে রাতেই স্মারকটি বাতিল করা হয়।
এদিকে, আলোচনা-সমালোচনার মুখে আজ মঙ্গলবার ওই পত্রে স্বাক্ষর করা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে সম্পূর্ণ নিজের একক সিদ্ধান্তে তিনি এ পত্রটি জারি করেছিলেন।
মন্ত্রণালয় জানায়, ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা হতে গত ১২ আগস্ট ৯৭২ স্মারকে জারিকৃত পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে সম্পূর্ণ নিজের একক সিদ্ধান্তে জারি করায় পত্র স্বাক্ষরকারী কর্মকর্তা ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, প্রশাসন-১ শাখা হতে ৯৭২ স্মারকমূলে জারিকৃত পত্রটি হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন ১ আগস্টের ‘কমিশন/তদন্ত/০১/২০২৪-০৬’ নম্বর স্মারকপত্রের পরিপ্রেক্ষিতে এই কর্মকর্তার স্বাক্ষরে জারি করা হয়।