জাতীয়

এ মা‌সের ম‌ধ্যেই হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার: আইন উপ‌দেষ্টা

এ মা‌সের ম‌ধ্যেই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে দা‌য়েরকৃত সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১৪ আগস্ট) স‌চিবাল‌য়ে এক সংবাদ সম্মেলনে তি‌নি এ কথা বলেন।

আসিফ নজরুল জানান, জুলাই হত্যাকাণ্ডে বিচারের জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা বিভিন্ন সংগঠন জানতে চাচ্ছে। আমরা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। ছাত্র-জনতার আন্দোলনের সময় যে মিথ্যা ও হয়রানিরমূলক মামলা হয়েছে, সেগুলো প্রত্যাহারের বিষয়ে। আমরা যে বলেছিলাম তিন দিনের মধ্যে করা সম্ভব, সেটা সম্ভব হয়নি। মামলা প্রত্যাহারের জন্য পুলিশের সহযোগিতা প্রয়োজন। এই প্রক্রিয়ায় পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইন মন্ত্রণালয় একা করতে পারে না। গতকাল থেকে পুলিশ কাজ শুরু করেছে।

তি‌নি বলেন, এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা, হয়রানিমূলক মামলা হয়েছিল, সেগুলো প্রত্যাহার সম্পন্ন হবে। ৩১ আগস্টের মধ্যে সারাদেশে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার এই গণআন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহার হবে। আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন তারা দিনে-রাতে কাজ করছেন।