জাতীয়

পদত্যাগ করলেন বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। বুধবার (১৪ আগস্ট) বিকেলে ডাকা টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রে ‘শারীরিক অসুস্থতার’ কথা জানান তিনি।

পদত্যাগপত্রে বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ লিখেছেন, ‘বর্তমানে আমি অসুস্থ এবং উক্ত দায়িত্ব পালনে অপারগ। তাই আমি স্বেচ্ছায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।’

এর আগে, বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে বিটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেন। একইসঙ্গে চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির সহযোগী প্রশাসন বিভাগের উপপরিচালক ও একান্ত সচিব মো. আমজাদ হোসেন নিপু, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপপরিচালক মাহদী আহমদেরও বিচার দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক পড়ে।