জাতীয়

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের ৯ দাবি

নবম জাতীয় পে-কমিশন অবিলম্বে গঠন, বৈষম্য দূর করতে বিভিন্ন গ্রেডের পদবি পরিবর্তনসহ নয় দফা দাবি জা‌নি‌য়ে‌ছেন সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লি‌খিত আবেদন জমা দি‌য়ে এসব দা‌বি দ্রুত বাস্তবায়‌নের আহ্বান জানিয়েছেন তারা।

দা‌বিগু‌লো হ‌লো—কাডারব‌হির্ভূত বিভিন্ন স্তরে এক তৃতীয়াংশ পদ অবিলম্বে সংরক্ষণ, বিদ্যমান ব্যাপক বৈষম্য দূর করতে বিভিন্ন গ্রেডের পদবি পরিবর্তন, ২০১৫ সালের বেতন কমিশনের সুপারিশে কতিপয় মামলা-মোকদ্দমার অজুহাতে বাদ দেওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন কাঠামোতে স্কেল/গ্রেডের সংখ্যা হ্রাস করে ২০ থেকে ১৬টি গ্রেড করা, শতভাগ পেনশন পুনর্বহাল, গ্র্যাচুইটির হার ১:২৩০ এর স্থলে ১:৫০০ নির্ধারণ করা, সব ব্লক পদকে বিলুপ্ত করে সমপদনাম, মর্যাদা ও অনুরূপ স্কেলে পদোন্নতির সুযোগ সৃষ্টি। 

এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ তিনজন করে প্রতিনিধির সমন্বয়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় লাইব্রেরিতে সব মন্ত্রণালয়/বিভাগের কল্যাণ সমিতির নির্বাচিত প্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীরা সমবেত হয়ে তাদের ক্ষোভ ও হতাশা নিরসনের জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন ৩৫টি মন্ত্রণালয়/বিভাগের প্রতিনিধিরা। তাদের উত্থাপিত নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সব মন্ত্রণালয়/বিভাগের নির্বাচিত প্রতিনিধিরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (বিধি) ও অতিরিক্ত সচিবের (সওব্য) দপ্তরে দলবেঁধে সাক্ষাৎ করেন।