জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দি‌লেন সিনিয়র সচিব মোখলেস উর রহমান

সিনিয়র সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন ড. মো. মোখলেস উর রহমান।

বুধবার (২৮ আগস্ট) বিকে‌লে তি‌নি স‌চিবাল‌য়ে নিজ কার্যালয়ে আসেন। এ সময় তা‌কে স্বাগত জানান কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মকর্তাদের উদ্দেশে সি‌নিয়র স‌চিব বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। দেশকে এখন দেওয়ার সময়। ব্যক্তিগত দাবি আনার আগে আয়নায় নিজেকে দেখে আত্মসমালোচনা করবেন যে, আমি কী চাচ্ছি?

১৬ বছরের অপশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা যে বিপ্লব করেছে, সে মূল্যবোধকে ধারণ করে জনপ্রশাসনের সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে ড. মো. মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ড. মো. মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। তিনি হার্ভার্ড গ্রাজুয়েট। চাকরিজীবনে তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশনের সচিব এবং সরকারি কর্মকমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।