জাতীয়

রক্তের বিনিময়ে অর্জিত সুযোগকে কাজে লাগাতে হবে: নৌ উপদেষ্টা

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিআইডব্লিউটিসি’র কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। বিআইডব্লিউটিসি’র সকল কার্যক্রমে ব্যয় সংকোচন করতে হবে। স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত সুযোগকে কাজে লাগাতে হবে। যে কোনো অনিয়ম দূর করতে হবে। 

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

এর আগে বিআইডব্লিউটিসি’র সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন নৌ উপদেষ্টা। বৈঠকে বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ড. কে এম মতিউর রহমান বিআইডব্লিউটিসি’র সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপনা করেন।  

নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বনিক, বিআইডব্লিউটিসির পরিচালক ও মহাব্যবস্থাপকবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও ইউনিট প্রধানগণ বৈঠকে উপস্থিত ছিলেন।