সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন একদল চাকরিপ্রত্যাশী। এতে করে শাহবাগ ও এর আশপাশের সড়কে যানজট দেখা দিয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ সমাবেশ চলছে। দাবি আদায় না হলে শাহবাগ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়ে চাকরিপ্রত্যাশীরা জানান, সরকারের প্রতিনিধি না এলে রাস্তা ছাড়বেন না তারা। চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার সুস্পষ্ট আশ্বাসের দাবিও জানান তারা।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছিলেন আন্দোলনকারীরা। সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় শাহবাগ মোড় ঘিরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সব সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন কাজে রাস্তায় বের হওয়া মানুষ।
দাবি আদায়ের স্লোগান হিসেবে আন্দোলনকারীদের মুখে উচ্চারিত হতে শোনা যায় ‘বয়স না মেধা, মেধা মেধা’, ‘আর নয় কালক্ষেপণ, এবার দাও প্রজ্ঞাপন,’ ‘৩৫-এর শৃঙ্খল, ভেঙে দাও গুড়িয়ে দাও’।
আন্দোলনরত ব্যক্তিরা বলছেন, বিশ্বের অনেক দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর। আবার কিছু কিছু দেশে বয়সসীমা উন্মুক্ত। ভারতসহ অনেক দেশ ইতোমধ্যে চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়স ৩৫ বছর করেছে। কিন্তু বাংলাদেশে ৩০ বছর রয়েছে। এই বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানান আন্দোলনকারীরা।