জাতীয়

ভোট না দিয়ে সরকার এনে তাদের বলেন নির্বাচিত সরকার

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ভোট না দিয়ে সরকার এনে তাদের বলেন নির্বাচিত সরকার। আমরা কোনো তথাকথিত সরকার নই। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে আমরা একটি বিতর্কমুক্ত সত্যিকারের ভোটের পরিবেশ তৈরি করতে চাই।

সোমবার (৯ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলন ও তারুণ্যের চেতনায় দেশে একটি নবশক্তির উত্থান ঘটেছে। সমগ্র জাতি আজ স্বপ্ন দেখছে বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার। বর্তমান তরুণসমাজ জাতিকে একটি সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্টার অঙ্গীকার নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দিচ্ছে।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আমি গর্বিত ড. ইউনূসের দলে অন্তর্ভুক্ত হতে পেরে। আমরা স্বচ্ছতা ও সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করব। বিনির্মাণ না হলে নির্মাণ করা যায় না। মেরামত সংস্কার ও পুনর্ঘটন করতেই হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা শুরু করতে হবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম অব্যাহত থাকবে, কোনো কাজই বন্ধ থাকবে না। তরুণদের সুস্থ্য করে মূল ধারায় নিয়ে আসতে হবে। তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।